M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

আইনি সমস্যা ও সমাধান / আইনি পরামর্শ

আইনি সমস্যা ও সমাধান / আইনি পরামর্শ

প্রশ্নঃ ২০১৫ সালে আমরা দুইজনে একটি অ-প্রত্যারযোগ্য আমমোক্তার নিয়েছি।হঠাৎ ২০১৬ সালে
আমমোক্তার দাতা(একজন)মারা যায়।এখন আমার প্রশ্ন উক্ত আমমোক্তার নামাটি বাতিল হবে কিনা?
উত্তরঃ অপ্রত্যাহারযোগ্য পাওয়ারদাতা একাধিক হইলে উক্ত পাওয়ার অব অ্যাটর্নির উদ্দেশ্য বাস্তবায়িত হইবার পূর্বে কোন পাওয়ারদাতার মৃত্যুতে তাহার ওয়ারিশগণ এমনভাবে মৃত পাওয়ারদাতার স্থলাভিষিক্ত হইবেন এবং কার্য-সম্পাদন করিবেন যেন পাওয়ারদাতার মৃত্যু হয় নাই। আমমোক্তার নামাটি বাতিল হইবে না। (পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২)

আপনিকি ঢাকায় প্লট/ফ্ল্যাট/জমি ক্রয়ের কথা ভাবছেন? আপনার পছন্দের প্লট/ফ্ল্যাট/জমিটি আমাদের কাছেই আছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *