25 July, 2016
আইনি সমস্যা ও সমাধান
১।প্রশ্নঃ আমরা দুই ভাই, এক বোন। মা মারা যাবার পর আমাদের বাবা দ্বিতীয় বিয়ে করেন একজন বিধবা নারীকে। যাঁর আগের পক্ষের একটি ছেলে আছে। আমার বাবার ১২০ শতাংশ জমি আছে, যা তিনি তাঁর মৃত্যুর পূর্বে আমাদের ভাগ করে দিতে চাননা। বাবার মৃত্যুর পর আমরা তিন ভাইবোন ও সৎমা/ভাই এই সম্পত্তির কে কতটুকু অংশীদার।
উত্তরঃ আপনার বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তির ১/৮ পাবেন তাঁর জীবিত স্ত্রী। বাকি সম্পত্তি আপনারা দুই ভাই এক বোন পাবেন।( ভাইয়েরা বোনদের অংশের দ্বিগুণ পাবেন।) এখানে প্রথম পক্ষের ছেলেটি কোনো অংশ পাবে না।
২।প্রশ্ণঃ আমরা তিন ভাই, দুই বোন। আমার মা উত্তরাধিকার সূত্রে আমার নানার কাছ থেকে ২০ শতাংশ জমি পেয়েছেন। মায়ের অবর্তমানে এখন আমার বাবাই তা ভোগ করছেন। বাবার অবর্তমানে ওই জমি কে কতটুকু অংশীদার হব।