18 July, 2016
ছেলে সন্তানের অবর্তমানে মেয়ের উত্তরাধিকার
ইসলামী আইনে উত্তরাধিকার সম্পত্তিতে মৃতের বাবা, মা, স্বামী কিংবা স্ত্রী এবং ছেলে-মেয়ের অধিকার অলঙ্গনীয় উল্লেখিত অংশীদারদের বাইরে মৃত ব্যক্তির সম্পত্তিতে মৃতের দূরবর্তী আত্মীয়দের (মৃতের ভাই-বোন, ভাইয়ের ছেলে-মেয়ে) অধিকার তখনই স্বীকৃত, যখন মৃতের কোনো ছেলে সন্তান থাকে না। মৃতের ছেলে সন্তানের উপস্থিতিতে দূরবর্তী আত্মীয়রা মৃতের অবশিষ্ট সম্পত্তি থেকে বঞ্চিত হন। মৃতের ছেলে সন্তান না থাকলে মেয়ে সন্তান যতই থাকুক না মৃত ব্যক্তির সম্পত্তিতে মৃতের দূরবর্তী আত্মীয়রা অংশিদার হন।
১। কুরআনে কারীমের দলীল :
মৃতের ছেলে না থাকলে কন্যার হিস্যা নির্ধারিত :
মৃতের ছেলে না থাকলে এবং কন্যা একজন থাকলে পুরো সম্পত্তির অর্ধেক পাবে, আর একাধিক কন্যা থাকলে দুই-তৃতীয়াংশ সম্পত্তি পাবে।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন :
অর্থ : আল্লাহ তোমাদের সন্তান-সন্ততি সম্পর্কে আদেশ দিচ্ছেন যে, এক ছেলের অংশ দুই মেয়ের অংশের সমান। কিন্তু যদি কেবল (দুই) বা দুই-এর অধিক মেয়েই থাকে তবে মৃত ব্যক্তি যা কিছু রেখে গেছে, তারা এর দুই-তৃতীয়াংশ পাবে। আর যদি শুধু একজন মেয়ে থাকে তবে সে অর্ধেক পাবে। (সূরা নিসা আয়াত ১১)
২।হাদীসের দলীল
আসাবার অংশ নিশ্চিত
আব্দুল্লাহ ইবনে আববাস রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনে কারীমের নির্ধারিত অংশ তার হকদারকে দিয়ে দাও। অতপর যা অবশিষ্ট থাকবে তা অধিক নিকটবর্তী পুরুষকে দিবে।
সহীহ বুখারী হাদীস নং : ৬৭৩২
সহীহ মুসলিম- ১৬১৫