ছেলে সন্তানের অবর্তমানে মেয়ের উত্তরাধিকার
ইসলামী আইনে উত্তরাধিকার সম্পত্তিতে মৃতের বাবা, মা, স্বামী কিংবা স্ত্রী এবং ছেলে-মেয়ের অধিকার অলঙ্গনীয় উল্লেখিত অংশীদারদের বাইরে মৃত ব্যক্তির সম্পত্তিতে মৃতের দূরবর্তী আত্মীয়দের (মৃতের ভাই-বোন, ভাইয়ের ছেলে-মেয়ে) অধিকার তখনই স্বীকৃত, যখন মৃতের কোনো ছেলে সন্তান থাকে না। মৃতের ছেলে সন্তানের উপস্থিতিতে দূরবর্তী আত্মীয়রা মৃতের অবশিষ্ট সম্পত্তি থেকে বঞ্চিত হন। মৃতের ছেলে সন্তান না থাকলে মেয়ে সন্তান যতই থাকুক না মৃত ব্যক্তির সম্পত্তিতে মৃতের দূরবর্তী আত্মীয়রা অংশিদার হন।
Please follow and like us: