M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

আইনি পরামর্শ

প্রশ্নঃ আমরা পাঁচ ভাইবোন, মা জীবিত। বাবা মৃত্যুর সময় তাঁর মালিকানাধীন তিনটি বাড়ি রেখে যান। সম্প্রতি আমরা বাড়িগুলোতে আইনমতো নিজেদের প্রাপ্য অংশ বুঝে নেওয়ার ব্যাপারে একমত হই। কিন্তু আমাদের এক ভাই প্রতিটি বাড়িতে তাঁর প্রাপ্য অংশের বদলে তাঁর পছন্দমতো একটি বাড়ি সম্পূর্ণভাবে দাবি করে বসে, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দেয়। আমাদের প্রতিটি বাড়ির বাজারমূল্যে অনেক পার্থক্য থাকায় তার প্রস্তাবে পরিবারের অন্যরা আপত্তি জানায়। এ অবস্থায় ভাই আইনগত ব্যবস্থা নিতে পারে কি না এবং এ সমস্যার কীভাবে সমাধান পেতে পারি জানতে চাই।

 উত্তরঃ আপস বণ্টনের মাধ্যমে আপনারা সম্পত্তি ভাগ করতে অনিচ্ছুক হলে আপনাদের আদালতের মাধ্যমে সম্পত্তি ভাগ করতে হবে। বণ্টন মামলার মাধ্যমে এ ধরনের ভাগ-বাঁটোয়ারা সম্ভব।


Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *