খতিয়ানে অন্তর্ভুক্ত বিষয়গুলো
নিম্নলিখিত বিবরণগুলো অন্তর্ভুক্ত করতে হবে।
১।প্রজা বা দখলদারের নাম, পিতার নাম ও ঠিকানা।
২। প্রজা বা দখলদার কোন শ্রেণির অন্তর্ভুক্ত।
৩।প্রজা বা দখলদার কর্তৃক জমির অবস্থান, শ্রেণি, পরিমাণ ও সীমানা।
৪।প্রজার জমির মালিকের নাম, পিতার নাম ও ঠিকানা।
৫। এস্টেটের মালিকের নাম, পিতার নাম ও ঠিকানা।
৬।খতিয়ান প্রস্তুতের সময় খাজনা এবং ২৮,২৯,৩০ বিধি মোতাবেক নির্ধারিত খাজনা।
৭। যে পদ্ধতিতে খাজনা ধার্য করা হয়েছে তার বিবরণ।
৮।প্রজাস্বত্ব সম্পর্কিত বিশেষ শর্ত ও তার পরিণতি।
৯। ২৬ নাম্বার ধারা অনুযায়ী নির্ধারিত ও ন্যায়সঙ্গত খাজনা। এ ছাড়া একটি খতিয়ানে তার নিজস্ব খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বাট্টা নাম্বার, এরিয়া নাম্বার, মৌজা নাম্বার ও জেএল নাম্বার থাকে।