আইনি পরামর্শ
প্রশ্নঃ আমরা দুই বোন ও এক ভাই, আমি শুনেছি মৃত পিতার বসতবাড়িতে (সম্পত্তির ) মেয়েদের কোনো অধিকার থাকে না, এটা কি সত্য?
উত্তরঃ মুসলিম আইনে নারীরা যেকোনো সম্পত্তির উত্তরাধিকার হবেন, সুতরাং মৃত পিতার বসতবাড়িতে আপনাদের অধিকার আছে, আপনার মা জীবিত থাকলে আপনার মৃত বাবার সম্পত্তিতে তিনি আট ভাগের এক ভাগের অংশীদার হবেন। বাকি সম্পত্তিতে আপনারা দুই বোন এক ভাইয়ের সমান অংশ পাবেন।
অর্থাৎ আপনি আপনার ভাইয়ের প্রাপ্য অংশের অর্ধেক পাবেন
একজন তার পুত্রের নাবালক পুত্র অর্থাৎ নাবালক নাতির নামে জমি হেবা করে দিয়েছেন। ঐ জমি নাবালকের পিতা নাবালকের পক্ষে বিক্রয় দিতে পারেন কিনা? পারলে কি পদ্ধতিতে? জানালে উপকৃত হব।
হা পারবেন আদালত থেকে অনুমতি নিতে হবে।
মা সম্পতির ৫ শতক তাঁর দুইছেলে দুই মেয়ে।।।।আমার প্রশ্নটা এখান থেকে সৎ ছেলেরা কি সম্পতি পাবে।।।।।।
সৎ ছেলেরা কোন সম্পতি পাবেনা ধন্যবাদ