M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

যেসকল ক্ষেত্রে একজন হিন্দু ব্যক্তি সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়

যেসকল ক্ষেত্রে একজন হিন্দু ব্যক্তি সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়

9 June, 2018

১। ধর্মান্তর

অন্য  ধর্ম গ্রহণ করলে বা জাতিচ্যুত হলে হিন্দুরা সম্পত্তির উত্তরাধিকার হবেন না। কিন্তু ১৮৫০ সালের হিন্দু উত্তরাধিকার অযোগ্যতা ও অসমর্থতা দূরীকরণ আইন  দ্বরা এ ব্যবস্থা রহিত করা হলেও ১৮৫০ সালের এই আইনটি ১৯৭৩ সালের ৮ নম্বার আইন দ্বারা রহিত করা হয়েছে। সুতরাং হিন্দু ধর্মাম্বলম্বী কেউ ধর্মান্তরিত হলে উত্তরাধিকার লাভ করবে না।

২। শারীরিক  অক্ষমতা ও মানসিক ভারসাম্যহীনতা

শারীরিক ও মানসিক  অসমর্থতার কারণে নিম্মলিখিত ব্যক্তিগণ উত্তরাধিকার হতে বঞ্চিত হয় –

ক) অঙ্গ প্রত্যঙ্গহানি, যদি এই প্রকার অঙ্গহানি জন্মগত হয়।  জন্মগত পুরুষত্বহীনতার জন্য এক জন উত্তরাধিকার হতে বঞ্চিত হয়;

খ) অন্ধত্ব , বধিরত্ব, মূকত্ব(বোবা) যদি এগুলো দুরারোগ্য ও জন্মগত হয়;

গ) উত্তরাধিকার লাভের সময় কেউ পাগল  অথবা উন্মাদ থাকলে;

ঘ) জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি;

ঙ) দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি

৩।হত্যাকারী

একজন হত্যাকারী যে ব্যক্তিকে হত্যা করেছে , তার উত্তরাধিকার হতে বঞ্চিত হয়। যেমন – বাবাকে হত্যা করে ছেলে পরবর্তীকালে বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না।

৪। উত্তরাধিকারজনিত অসামর্থ্য শুধু ব্যক্তিগত বিষয়  সে কারণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে না পেলেও ঐ ব্যক্তির বৈধ সন্তান তার পিতমিহের সম্পত্তির উত্তরাধিকারী হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *