পর্চা কোথায় পাবেন ?
পর্চা বা রেকর্ডের সহি মুহুরী নকল পাওয়া যায় জেলাপ্রশাসকের কার্যালয় এর রেকর্ডরুমে । নির্ধারিত ফী সহ আবেদন করলে রেকর্ড রুম থেকে পর্চা সরবরাহ করা হয়। পর্চা কখনও কোন দালালের কাছ থেকে নিবেন না । এতে ভুল থাকতে পারে । কেবল মাত্র ভার প্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর সহ পর্চাই আসল।
পর্চা কেন প্রয়োজন ?
জমির মালিকানা সংক্রান্ত বিবরণ, জমির খতিয়ান-দাগ,অংশ, হিস্যা, শ্রেণী ইত্যাদি জানার জন্য পর্চা প্রয়োজন হয়। বিশেষ করে জমি কেনা বেচার সময় পর্চা যাচাইয়ের প্রয়োজন হয়। পর্চা যাচাই এর জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস, এসি (ল্যান্ড) অফিস বা রের্কডরুমে যোগাযোগ করা যেতে পারে।
<script async src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: “ca-pub-9553086396826140”,
enable_page_level_ads: true
});
</script>