M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

উত্তরাধিকার আইন সম্পকের্ কিছু ধারণা

উত্তরাধিকার আইন সম্পকের্ কিছু ধারণা

7 September, 2018

ক। প্রশ্নঃ ফারায়েজ কাকে বলে?
উত্তরঃ ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে।
খ। প্রশ্নঃ ওয়ারিশ কাকে বলে?
উত্তরঃ ওয়ারিশ অর্থ উত্তরাধিকারী ধর্মীয় বিধানের অনুয়ায়ী কোন ব্যক্তি উইল না করে মৃত্যু বরন করলেতার স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হওয়ার যোগ্যতাসম্পন্ন এমন
ব্যক্তি বা ব্যক্তিগণকে ওয়ারিশ বলে।


গ। প্রশ্নঃ জমা খারিজ”কাকে বলে?a
উত্তরঃ যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোতবা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।
ঘ। প্রশ্নঃ বন্টন দলিল কি?
উত্তরঃ ১৮৯৯ সালের স্ট্যাম্প এক্টের ২ (১৫) ধারায় বলা হয়েছে বণ্টন দলিল ও বণ্টক দলিল অর্থ একই ৷ যখন কোন সম্পত্তির সহ-শরিকগণ তাদের সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় পৃথকভাবে ভাগ করে নেয় বা নিতে সম্মত হয়ে কোন দলিল করে তাকেই বণ্টন দলিল বলে ৷
ঙ।প্রশ্ন: মুসলিম উত্তরাধিকার আইন অনুসারে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি উত্তরাধিকার থেকে বঞ্চিত হন।
উত্তরঃ ১।স্বামী কর্তৃক পরিত্যক্ত স্ত্রী অর্থাৎ তালাকপ্রাপ্তা স্ত্রী স্বামীর সম্পত্তিতে উত্তারধিকারী হন না।
২। ইসলাম র্ধম পরিত্যাগ করলে মুসলিম উত্তরাধিকার আইন অনুসারে একজন ব্যক্তি উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেন।
চ। প্রশ্ন বিধবা অন্যত্র বিয়ে করলে স্বামীর সম্পত্তি পাবে না কি?
উত্তরঃ মুসলিম আইনে ৬ ব্যক্তি কখনোই উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় না। এই ছয় শ্রেণি হলো: বাবা, মা, ছেলে, মেয়ে, স্বামী ও স্ত্রী। সুতরাং, স্বামী কিংবা স্ত্রী একে অপরের মৃত্যুতে সবসময়ই উত্তরাধিকারী হবেন। এ ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর স্ত্রী বা স্ত্রীর মৃত্যুর পর স্বামী অন্য কাউকে বিয়ে করলেন কি-না, উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে এটি মোটেও কোনো বিবেচ্য বিষয় নয়। অন্যত্র বিয়ে করলেও তাকে কোনোভাবেই স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
বিঃদ্রঃ এখানে উল্লেখ্য যে, স্বামী-স্ত্রীর জীবদ্দশায় তাদের মধ্যে যদি বিবাহবিচ্ছেদ ঘটে, সেক্ষেত্রে স্বামী-স্ত্রী একে অপরের সম্পত্তিতে উত্তরাধিকার পাবে না। এরকম ক্ষেত্রে স্ত্রী কেবল তার দেনমোহরের টাকা (যদি বাকি থাকে) দাবি করতে পারবেন। এ ছাড়া তিন মাস পর্যন্ত খোরপোষ পাবেন স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *