M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

একজন মুসলমান পুরুষ বা নারী মারা গেলে তার সম্পদ কি ভাবে ব্যবহার করা যাবে?

একজন মুসলমান পুরুষ বা নারী মারা গেলে তার সম্পদ কি ভাবে ব্যবহার করা যাবে?

20 November, 2018

জেনে রাখুন, একজন মুসলমান পুরুষ বা নারী মারা গেলে তার সম্পদ কি ভাবে ব্যবহার করা যাবে।
১। মৃত ব্যক্তির (নারী বা পুরুষ উভয়ের) রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে তাহার দাফন ও মৃত্যুকালীন ব্যয়িত যাবতীয় অর্থ পরিশোধ করা যাবে।
২। সম্পত্তির ব্যবস্থাপনা-পত্র ও উত্তরাধিকারের প্রমাণপত্র সংগ্রহে ব্যয়িত অর্থ পরিশোধ করা যাবে।
৩। কোন শ্রমিক, শিল্পী বা কর্মচারীর বেতন বা পারিশ্রমিক বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। তবে তারা (শ্রমিক, শিল্পী বা কর্মচারীরা) সর্বোচ্চ তিন মাসের বেতন বা পারিশ্রমিক দাবী করতে পারবে।


৪। মৃত ব্যক্তির যদি কোন ঋণ থাকলে তা অগ্রাধিকার অনুসারে পরিশোধ করতে হবে।
৫। মৃত ব্যক্তির দেনমোহরের টাকা বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে।
৬। যদি মৃত ব্যক্তি কোন উইল করে যান তবে সকল দেনা পরিশোধের পর তার উইল কার্যকর হবে। উইলের পরিমাণ অবশিষ্ট মোট সম্পদের ১/৩ (তিন ভাগের এক) ভাগের বেশি কার্যকর হবে না।
৭। অবশিষ্ট সম্পদ তাহার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ-বণ্টন করা হবে।
তথ্য সূত্র: ১৯২৫ সালের উত্তরাধিকার আইনের ৩২০,৩২১,৩২২,৩২৩,৩২৫ ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *