প্রাথমিক বিষয়
ধারা-১ ( সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতার সীমা ও প্রবর্তন )
(১) এই আইন ১৯০৮ সালের রেজিষ্ট্রেশন আইন নামে অভিহিত হইবে ।
(২) যে সমস্ত জেলা এবং এলাকা সরকার কতৃর্ক আওতাবর্হির্ভূত বলিয়া ঘোষিত হইবে উহা ব্যতীত সারাদেশে এই আইন প্রযোজ্য হইবে ।
(৩) ১৯০৯ সালের ১লা জানুযারী হইতে এই আইন বলবত্ হইবে ।
ধারা–২ (সংজ্ঞাসমূহ)
উদ্দেশ্য ও বিষয়বস্তুর দিক হইতে অসামঞ্জস্যপূর্ণ না হইলে নিম্নলিখিত শব্দগুলির অর্থ নিম্নরূপ হইবে :
উপধারা-(১)‘সংযোজন’ অর্থ বর্ণিত ব্যক্তির বাসস্থান, পেশা, ব্যবসায়, পদ এবং উপাধি(যদি থাকে) এবং তাহার পিতার নাম অথবা যেখানে মায়ের নামে পরিচিত সেখানেমায়ের নাম ;
উপধারা-(২)‘বহি’ অর্থ কোনো বহির অংশ বা কতকগুলি পৃষ্ঠা যাহা একখানি বহি বা বহির অংশ বলিয়া গণ্য হইবে ;
উপধারা-(৩)‘জেলা’ এবং ‘উপজেলা’ বলিতে এই আইন অনুযায়ী গঠিত জেলা ও উপজেলা বুঝাইবে ;
উপধারা-(৪)‘জেলা কোর্ট’ বলিতে হাইকোর্টের সাধারণ আদিম দেওয়ানী এখতিয়ার উহার অন্তর্ভূক্ত বুঝাইবে ।
উপধারা-(৫)‘পৃষ্ঠাঙ্কন’ এবং ‘পৃষ্ঠাঙ্কিত’ অর্থ এই আইন অনুসারের রেজিস্ট্রি করিবার জন্য দাখিলকৃতকোনো দলিলের উপপত্র বা আবরণ-পত্রের উপর রেজিস্ট্রিকারী অফিসার কতৃর্কলিখিত বিষয় ;
উপধারা-(৬)‘স্থাবরসম্পত্তি’ অর্থে জমি, ঘরবাড়ি, বংশগত বৃত্তি, রাস্তা, আলো, খেয়াঘাটব্যবহার, মত্স্য উত্পন্ন করিবার কিংবাজমি হইতে লভ্য অপরাপর সুযোগ-সুবিধাগ্রহণ করিবার অধিকার এবং মাটিসংলগ্ন কোনো জিনিসের সহিত স্থায়ীভাবে আবদ্ধকোনো বস্তু বুঝাইবে ; কিন্তু-
(ক) মাটিতে দণ্ডায়মান বৃক্ষ, উত্পন্ন ফসল বা ঘাস, তাহা অবিলম্বে কাটিবার ইচ্ছা থাকুক বা না থাকুক ;
(খ) বর্তমান বিদ্যমান অথবা ভবিষ্যতে হইবার সম্ভাব্য ফল বা রস ;
(গ) মাটিতে প্রোথিত বা সংযুক্ত যাহা জমি হইতে ভিন্নরূপ বিবেচিত হয় তাহা বুঝাইবে না ;
উপধারা-(৭)‘ইজারা’ অর্থে ‘মুড়ি’ কবুলিয়ত, চাষ-আবাদ বা দখল লইবার স্বীকৃতি এবং ইজারা লইবার চুক্তি বুঝাইবে ;
উপধারা-(৮)‘নাবালক’ অর্থ যেই ব্যক্তি তাহার ব্যক্তিকগত আইনে সাবালকত্ব প্রাপ্ত হয় নাই ;
উপধারা-(৯)‘অস্থাবর সম্পত্তি’ অর্থ স্থাবর সম্পত্তি ছাড়া অন্যান্য সকল প্রকারের সম্পত্তি ; এবং
উপধারা-(১০)‘প্রতিনিধি’ অর্থ নাবালকের অভিভাবক এবং উন্মাদ বা আহাম্মক ব্যক্তির জন্য আইনানুসারে নিযুক্ত অভিভাবক ।