M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

সচারাচর জিজ্ঞাসা

সচারাচর জিজ্ঞাসা

30 June, 2019

সচারাচর জিজ্ঞাসা  

প্রশ্ন ১। একজন মুসলিম নারী বা পুরুষকে কি সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ত্যাজ্য করা যায় ? 

উত্তর. না, একজন মুসলিম নারী বা পুরুষকে  সম্পত্তি থেকে বঞ্চিত করা  বা ত্যাজ্য ঘোষণা করা যায় না।

প্রশ্ন ২। মৃত ব্যক্তির ছেলে না থাকলে মেয়ে কি সম্পূর্ণ সম্পত্তি পাবে ? 

উত্তর. না, যদি মেয়ে সন্তান একজন হয় তবে মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক পাবে (১/২), একাধিক মেয়ে হলে মোট সম্পত্তির তিন ভাগের দুই (২/৩) ভাগ পাবে। তবে যদি মৃতব্যক্তি জীবিত অবস্থায় মেয়েকে বা মেয়েদেরকে সম্পূর্ণ সম্পত্তি দান করে যায় তাহলে মেয়েরা  সম্পূর্ণ সম্পত্তি পাবে।

প্রশ্ন ৩। মেয়েরা কি মায়ের সম্পত্তি ছেলের চাইতে বেশি পায় ? 

উত্তর. না, মেয়েরা সবসময়ই ছেলের চাইতে অর্ধেক সম্পত্তি পাবে। মৃত ব্যক্তি মা বা বাবা যেই হোক না কেন উত্তরাধিকারের ক্ষেত্রে একজন পুত্র, একজন কন্যার দ্বিগুন সম্পত্তি পাবে।

প্রশ্ন ৪। সৎ ছেলে মেয়েরা কি বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি  পাবেন ? 

উত্তর. না, কোন সৎ ছেলে-মেয়ে, সৎ বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবেন না। এমন কি সৎ বাবা-মাও সৎ ছেলে-মেয়ের সম্পত্তির উত্তররাধিকারী হবেন না।

script async src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *