M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

কার্যত অভিভাবকের (De Facto Guardian)

কার্যত অভিভাবকের (De Facto Guardian)

4 March, 2020

মুসলিম আইনানুসারে কোন ব্যক্তি আইন সংগত অভিবাবক অথবা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক না হইলেও স্বেচ্ছায় একজন নাবালকের দেহ ও সম্পত্তির অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহন কতে পারেন। এইরূপ ব্যক্তিকে কার্যত অভিভাবক বলা হয়। কার্যত অভিভাবক নাবালকের দেহ ও সম্পত্তির হেফাজতকারী মাত্র ।

সাধারনত মাতা ,ভাই, চাচা, মামা, ভগ্নি এরা সর্বদাই কার্যত অভিভাবক ।মুসলিম আইনানুসারে কার্যত অভিভাবক কর্তৃক নাবালকের স্থাবর সম্পত্তি হস্তান্তরের কোন ক্ষমতা কার্যত অভিভাবকের নাই। এই ধরনের হস্তান্ত বাতিল বলিয়া বলিয়া গণ্য হইবে।


নাবালকের আবশ্যিক প্রয়োজনে অস্থাবর সম্পত্তি হস্থান্তর করিতে হইলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করিয়া আদালতের অনুমতিক্রমে হস্থান্তর করিতে হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *