পরিমান ও পরিমাপ সম্পর্কে কিছু কথা
9 July, 2015
পরিমান ও পরিমাপ সম্পর্কে কিছু কথা
◊ আনা, পন, কানি ◊ এক নজরে বিঘা, কাঠার সূত্র
◊ বিঘ, কাঠা, একর ও শতক ◊ একর- শতাকের ব্যাখ্যা।
এ পর্যয়ে আমরা জমির মাপ ও পরিমাপ সম্পর্কে জানবো।
আনা, পন, কানি: আধুনিক কালে আনা, পন, গন্ডা ও কানি ইত্যাাদির ব্যবহার নাই বলেলই চলে। কিন্তু পুরোনো দলিলের খতিয়ানাদি থেকেই বর্তমানে দলিলপত্রাদির সৃষ্টি। অতএব এসব পুরোনো দিনের হিসাব জানার কোন বিকল্প নেই। নিচে একটি টেবিলে আনা, পন, কানি লিখন পদ্ধতি দেখানো হলো:
আনা, পন, কানি লিখন পদ্ধতি
আনা / পন / কনি লিখন পদ্ধতি নিম্নরূপ:
চলবে…. (২য় পর্ব)
Please follow and like us: