পাওয়ার অফ এটর্নী দু প্রকার
পাওয়ার অফ এটর্নী দু প্রকার যথা যথা
1 জেনারেল পাওয়ার অফ এটর্নী
২ । স্পেশাল পাওয়ার অফ এটর্নী
১। যে মোক্তার নামা মোক্তার দাতার পক্ষে জমি-জামা ক্রয়, বিক্রয় রক্ষণা-বেক্ষন, চুক্তিপত্র করা, মামলা মোকাদ্দমা পরিচালনা করা সহ যাবতীয় কাজের ক্ষমতা মোক্তার কে দেওয়া হয় তাকে জেনারেল পাওয়ার অফ এটর্নী বলে ।
২ । অন্যদিকে একটি নির্দিষ্ট বা কোনো বিশেষ কাজের ক্ষমতা মোক্তারকে দিয়ে তৈরি মোক্তার নামাকে স্পেশাল পাওয়ার অফ এটর্নী বলে ।
মোক্তারনামার শর্তাবলী
১। মোক্তার নামা নোটারী পাবলিক, ম্যাজিস্ট্রেট বা বিদেশে সম্পাদিত হলে তা দূতাবাসের প্রতিনিধির সম্মূখে সম্পাদন (সহি) করতে হবে এবং তস্দিক/সত্যায়ন করতে হবে ।
২। মোক্তার নামা লিখিত দলিল হতে হবে ।
৩। মোক্তারনামা যথাযথ ষ্টাম্পযুক্ত হতে হবে ।
৪। মোক্তারনামা দাতা (Principal) কর্তৃক মোক্তার (Attorney) কে ক্ষমতা প্রদান করতে হবে ।