M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

উইল প্রবেট

উইল প্রবেট

উাইল বা অছিয়তের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের কোন ব্যক্তি তার জীবদ্দশায় কোন ব্যক্তি বা প্রতিষ্টানের নামে তার সম্পওি উাইল করে গেলে উইলটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট একতিয়ারবান দেওয়ানি আদালতের অনুমোদন লাগবে এরুপ অনুমোদন নেয়াকেই বলে উইল প্রবেট। প্রবেট মুসলিম উইলে আবশ্যকীয় নয়। প্রবেটের জন্য আদালতে আবেদন করা হলে অপরাপর ওয়ারিশদের মতামত জানার জন্য আদালত হতে নোটিশ দেয়া হয়,এ সময় ওয়ারিশগণ উইলের বিরুদ্ধে অসম্মতি জানাতে পারেন। এছাড়া আদালত কালেক্টরের নিকট সম্পওির কোর্ট ফি সঠিক আছে কিনা, সম্পওি সরকারের কিনা, সম্পওিটি উইলদাতার কিনা এতে আর কারো স্বর্থ আছে কিনা ইত্যাদি জানতে চেয়ে থাকেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *