উত্তরাধিকার অইনের টুকিটাকি
১। প্রশ্ন:- দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার সম্পত্তি পাবে কি?
উঃ- বর্তমানে লা ওয়ারিশ প্রথা ওঠে গেছে। অর্থাৎ দাদার বর্তমানে পুত্র মারা গেলে নাতিরা সকলে দাদার সম্পত্তিতে সেই অংশ পাবে, যা তাদের পিতা পেত। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের বিধান মতে এ নিয়ম চালু হয়। তবে এ বিধান অন্যদের ক্ষেত্রে (যেমন:ভাইয়ের আগে বোন মারা গেলে নিঃসন্তান ভাইয়ের সম্পত্তি মৃত বোনের ছেলে মেয়েরা পাবে না) প্রযোজ্য হবে না।
২। প্রশ্নঃ জীবিত অবস্থায় ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন করা যাবে কি না এবং তাতে কোন পদ্ধতি অবলম্বন করবে
উত্তরঃ জীবিত অবস্থায় সম্পদ বন্টন করলে তা মূলত হেবা হয়। তাই এ ক্ষেত্রে সকলকে সমান সমান করে দেয়া যাবে। তবে বর্তমানে যেহেতু মৃত্যুর পরের বন্টন পূর্বে করে দেয়া হয়, তাই মিরাস অনুযায়ী বন্টন করাই শ্রেয়।
৩। প্রশ্নঃ পালকপুত্র মিরাস পাবে কি না
উত্তরঃ শরীয়াতের দৃষ্টিতে বাবা-মায়ের শুধুমাত্র ঔরশজাত সন্তানই মিরাস পাবে। পালিত পুত্র মিরাস বা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অংশীদার হয় না।
৪। প্রশ্নঃ বিয়ে হওয়ার পর যদি স্বামী-স্ত্রী বাসর ও মিলন হওয়ার পূর্বে স্বামী মারা যায় তাহলে স্ত্রী তার সম্পদের অংশ পাবে কি না
উত্তরঃ হ্যাঁ, বর্ণনা অনুযায়ী, উক্ত স্ত্রী তার মৃত স্বামীর পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকারীনী হবে এবং এক্ষেত্রে স্ত্রী স্বামীর পরিত্যক্ত সম্পদের এক চতুর্থাংশের উত্তরাধিকারী হবে।