প্রিয়েমশন (Pre-emption)/অগ্রক্রয়।
যে হস্তান্তর অগ্রক্রয়যোগ্য নয়
১। মূল শরিকের নিকট জমি বিক্রির ক্ষেত্রে
২। বিনিময়, বন্টনের মাধ্যমে হস্তান্তরের ক্ষেত্রে
৩। স্বামী-স্ত্রীর মধ্যে উইল বা দান মূলে হস্তান্তরের ক্ষেত্রে
৪। ওয়াকফ্ এর মাধ্যমে হস্তান্তরের ক্ষেত্রে
৫। ধর্মীয়, দাতব্য বা কোন ব্যক্তি বিশেষের উপকারার্থে হস্তান্তরের ক্ষেত্রে
৬। খাই-খালাসি বন্ধকের মাধ্যমে জমি হস্তান্তরের ক্ষেত্রে
৭। অকৃষি জমির অগ্রক্রয় অধিকার
আপিলের বিধান : রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯৬(১২) ধারা অনুযায়ী আদালতের আদেশের বিরুদ্ধে একবার আপিল করা যাবে। কিন্তু ওই আপিলের রায়ের বিরুদ্ধে আর দ্বিতীয় আপিল করা যাবে না। তবে প্রথম আপিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ১১৫ ধারা অনুযায়ী Revision দায়ের করা যায়।