একটি স্বত্বের দলিল পরীক্ষার পদ্ধতি
12 September, 2015
একটি স্বত্বের দলিল পরীক্ষার পদ্ধতি
১। দাতার স্বাক্ষর/টিপ সহি ও ঠিকানাসহ দলিল নম্বর দলিলে লিপিবদ্ধ আছে কিনা দেখতে হবে।
২। দলিলে কাটাকাটি বা ঘষামাজা থাকলে দলিলের শেষ পাতায় তার কৈফিয়ত আছে কি না দেখতে হবে। এক্ষেত্রে যদি কৈফিয়ত দেয়া না থাকে তবে দলিল অশুদ্ধ হবে।
৩।দলিল সম্পাদনের তারিখ এবং দলিল রেজিস্ট্রেনের তারিখের মধ্যে ৪ (চার) মাসের বেশি ব্যবধান আছে কিনা দেখতে হবে। উভয় তারিখের মধ্যে চার মাসের বেশি ব্যবদান তাকলে দলিল অশুদ্ধ হবে। কারণ আইনে বলা আছে, দলিল সম্পাদনের তারিখ হতে চার মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। সম্পাদনের তারিখ ও রেজিস্ট্রেশনের তারিখ একই দিন হলে অসুবিধা নেই। তবে বর্তমানে সংশোধনীর মাধ্যমে এ সময় তিন মাস করা হয়েছে।
৪। দলিলে দেখতে হবে স্বাক্ষী ও দলিল লেখকের নাম সঠিকভাবে লেখা হয়েছে কিনা। বর্তমানে দলিল কম্পিউটারে ছাপা করে সৃষ্টি করা হয়। এক্ষেত্রে কম্পিউটার কম্পোজকারকের নাম ও স্বাক্ষর থাকতে হবে।তবে কম্পিউটার কম্পোজকারকের নাম ও স্বাক্ষর থাকলে দলিল অশুদ্ধ হবে না ।০১/০৭/২০০৫ ইং তারিখের পর থেকে সম্পাদিত দলিলসমূহে কম্পিউটার কম্পোজকারকের নাম ও স্বাক্ষর বাধ্যতামূলকভাবে দিতে হবে।