আইন বিষয় প্রশ্ন?
১) প্রশ্নঃ এজজন মুসলমান সম্পত্তির সবোর্চ্ছ কতটুকু ইউল করতে পারেন?
উত্তরঃ ১/৩ অংশ।
২) প্রশ্নঃ সুসলিম আইনে বিবাহ কি?
উত্তরঃ দেওয়ানি চুক্তি।
৩) প্রশ্নঃ কোন টি দেওয়ানি আদালত নয়?
উত্তরঃ জুডিসিয়ান ম্যাজিস্ট্রেট।
৪) প্রশ্নঃ উইল কখন কার্যকরী হয়?
উত্তরঃ উইলকারীর মৃত্যুর পর।
৫) প্রশ্নঃ কিভাবে দলিলের অন্তর্ভুক্ত বিষয় প্রমাণ করতে হয়?
উত্তরঃ দলিল দাখিলের মাধ্যমে।
৬) প্রশ্নঃ সাইবার ক্রাইম অপরাধ কি?
উত্তরঃ কম্পিউটার সংশ্লিষ্ট।
৭) প্রশ্নঃ পারিবারিক আদালতের বিচারক কে?
উত্তরঃ সহকারী জজ।
৮) প্রশ্নঃ কারা শুধু মাত্র জীবদ্দশা পর্যন্ত সম্পত্তিতে উত্তরাধিকারিত্ত পায়?
উত্তরঃ হীন্দু নারী।
৯) প্রশ্নঃ একজন মুসলমান স্ত্রীর স্ব্মী মারা গেলে স্ব্মীর সম্পত্তির কতটুকু ভাগ পাবে?
উত্তরঃ র ১/৮ নিঃসন্তান হলে ১/৪ পাবে।
১০) প্রশ্নঃ সর্বোচ্চ আইন কোনটি?
উত্তরঃ সর্বোচ্চ আইন হলো সংবিধান।
১১) প্রশ্নঃ হেবা ওয়াকফ কোন আইনে প্রয়োজ্য?
উত্তরঃ হেবা ওয়াকফ মুসলিম আইনে প্রয়োজ্য।
১২) প্রশ্নঃ খাস জমির মালিক কে?
উত্তরঃ খাস জমির মালিক সরকার।
১৩) প্রশ্নঃ কোরানিক অংশীদার কত জন?
উত্তরঃ কোরানিক অংশীদার ১১জন।
আমার দাদা বেচে থাকাকালীন অবস্খায় আমার দাদী আমার বাবাকে (১ পুত্র) রেখে মারা যান, এর পর আমার ২য় বিয়ে করেন ২য় পক্ষের বউয়ের ১পুত্র ২ কন্যা রেখে দাদা মারা যান।প্রশ্ন হলো আমার দাদার ২য় বউ দাদার সম্পতির ২আনা ভাগ পেলেও, আমার দাদার ১ম স্ত্রী কেন আমার দাদার ২ আনা সম্পতির ভাগ পাবে না,তিনি তো ১ পুত্র রেখে গেছেন,সব সম্পতি সমানভাবে ভাগ হলেও দাদার আগে দাদী মারা যাবার জন্য কি পাচ্ছে না?এটা কি ধরনের আইন।
সন্মানিত ভিজিটভ আপনার আগ্রহের জন্য ধন্যবাদ,
উত্তরঃ আপার প্রথম দাদী আপনার দাদা জিবিত অবস্থায়ে মারা জাবার কারনে সম্পত্তির ভাগ পাবে না । কারন তখনও পর্যন্ত আপনার দাদার সম্পদের মালিক তিনি নিজাই ছিলেন । উত্তরাধিকাররা সুধু তার আপনজনের ফেলে জাওয়া সম্পদের ভাগই পায় ।