বিধিবদ্ধ সংস্হা (কোম্পানি) বা সমিতির সম্পত্তি ক্রয়ে বিবেচ্য বিষয়
8 February, 2016
বিধিবদ্ধ সংস্হা (কোম্পানি) বা সমিতির সম্পত্তি ক্রয়ে বিবেচ্য বিষয়
কোন বিধিবদ্ধ সংস্হা বা কোম্পানি, কোম্পানি আইন দ্ধরা গঠিত ও নিবন্ধিত একটি ব্যক্তিসত্ত্বা এবং সমিতি সমবায় আইন দ্ধরা গঠিত ও নিবন্ধিত একটি ব্যক্তি সত্ত্বা।সুতরাং কোম্পানি বা সমিতির কিংবা অন্য কোন প্রকার বিধিবদ্ধ ও নিবন্ধিত সংস্হার মালিকানাধীন কোন সম্পত্তি ক্রয় করতে হলে বিক্রিতব্য সম্পত্তির মালিকানা সম্পর্কিত সাধারণ যাচাই করা ছারাও দেখতে হবে উক্ত সংস্হাটি কিভাবে সম্পত্তির মালিক হয়েছেন এবং উক্ত সম্পত্তি বিক্রয়ের জন্য যথাযথ নির্বাহী পরিষদ বা বোর্ড মিটিং বা জেনারেল মিটিং এ উত্থাপিত হয়ে অনুমোদিত হয়েছে কিনা এবং উক্ত সংস্হার পক্ষে কে দলিল রেজিস্ট্রি করে দিবেন তাও বোর্ড মিটিং এ রেজুলেশন হয়। সাধারণত এরুপ ক্ষেত্রে ম্যানেজিং ডাইরেক্টর বা এক্সিকিউটিভ ডাইরেক্টর সাফ কবালা দলিল সম্পাদন করে থাকেন ।তাই এরুপ সম্পত্তি ক্রয়ের পূর্বে উপরোক্ত বিষয়গুলো যাচাই করে দেখা উচিৎ।