খাস জমির সংজ্ঞা্ও উৎসঃ
ভূমি ব্যবস্হাপনা ম্যানুয়ালের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী সরকারী খাস জমি বলিতে ব্যক্তি, সংস্হা বা অন্যান্য সরকারী বিভাগের মালিকানা বহির্ভূত ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন খাস জমি বুঝাইবে এবং নিম্মোক্ত শ্রেণীর জমি ইহার অন্তর্ভূক্ত হইবে।
১। কালেক্টরের ১নং খতিয়ানে বা ৮নং রেজিষ্টারের অন্তর্ভূক্ত সকল জমি।
২।৮৭ ধারা মোতাবেক সকল পয়স্তি তথা নতুন চরের জমি খাস জমি হিসাবে গণ্য হবে।
৩। ৯০ ধারার বিধান লংঘন করে অর্জিত জমির মালিকানা এবং জমি রাখার উর্ধসীমা (সিলিং) বহির্ভূত মালিকানার জমি খাস জমি হিসাবে গণ্য হবে।
৪।৯১ ধারা মোতারেক জমি রাখার উর্ধসীমা অতিক্রম করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি খাস জমি হিসাবে গণ্য হবে।
৫।৯২ ধারা মোতারেক ভূমি মালিকের স্বত্ব নিম্নবর্ণিত কারণে বিলোপ হলে খাস জমি হিসাবে গণ্য হবে।
(ক) ভূমি মালিক উত্তরাধিকার না রেখে মৃত্যুবরণ করলে তার স্বত্ব বিলোপ হয়ে উহা খাস জমি হিসাবে গণ্য হবে।
(খ)ভূমি মালিক সরকারের নিকট তার জমি সমর্পন করলে উহা খাস জমি হিসাবে গণ্য হবে।
(গ)ভূমি মালিক বাড়িঘর ত্যাগ করে চলে যা্ওয়া এবং ৩ বছর যাবত জমি অনাবাদী রাখা, খাজনাদি না দিলে উহা খাস জমি হিসাবে গণ্য হবে।
৬। ভূমি কর পরিশোধ না করায় সাটির্ফিকেট কেসে সরকার কর্তৃক নিলাম ক্রয়কৃত জমি খাস জমি হিসাবে গণ্য হবে।(ধারা১৩৯)
৭।সরকার কর্তৃক অধিগ্রহণের ফলে ব্যক্তির ভূমি মালিকানা বিলুপ্ত হয় এবং যার অনুকুলে অধিগ্রহণ করে হস্তান্তর করা হয় তার মালিকানা অর্জিত হয়।