M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

স্ত্রী কখন স্বামীকে তালাক দিতে পারে?

স্ত্রী কখন স্বামীকে তালাক দিতে পারে?

16 July, 2018

নিম্মোক্ত করাণসমূহ বিদ্যমান থাকলে একজন স্ত্রী তাহার স্বামীকে তালাক দিতে পারেন;
১।স্বামী ৪ বছর যাবত নিরুদ্দেশ/নিখোজ থাকলে।
২। স্বামীর যদি ৭ বছর অথবা তার বেশী কারাদন্ড হয়।
৩। স্বামী যদি ২ বছর যাবত খোরপোষ দিতে ব্যর্থ হয়।
৪। স্বামী যদি বিয়ের সময় পুরষত্বহীন থাকে এবং তা মামলা দায়ের করা পর্যন্ত বজায় থাকলে।
৫। স্বামী যদি কোন যুক্তি সংগত কারণ ব্যতিত ৩ বছর যাবত দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হয়।
৬। স্বামী ২ বছর যাবত পাগল থাকলে অথবা কুষ্ঠ রোগে বা মারাত্মক যৌনরোগে আক্রান্ত হলে।
৭।স্বামী ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইনের বিধান লংঘন করে একাধিক স্ত্রী গ্রহণ করলে।
৮।বিবাহ অস্বীকার করলে। কোন মেয়ের বাবা বা অভিভাবক যদি ১৮ বছর বয়স হওয়ার আগে মেয়ের বিয়ে দেন, তা হলে মেয়েটি ১৯ বছর হওয়ার আগে বিয়ে অস্বীকার করে বিয়ে ভেঙ্গে দিতে পারে, তবে যদি মেয়েটির স্বামীর সঙ্গে দাম্পত্য সর্ম্পক (সহবাস)স্থাপিত না হয়ে থাকে তখনি কোন বিয়ে অস্বীকার করে আদালতে বিচ্ছেদের ডিক্রি চাইতে পারে।
৯। স্বামীর নিষ্ঠুরতার কারণে।
বিঃ দ্রঃ উপরে যে কোন এক বা একাধিক কারণে স্ত্রী পারিবারিক আদালতে বিয়ে বিচ্ছেদের আবেদন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *