১। প্রশ্নঃ উইল কখন কার্যকারী হয়৷?
উত্তরঃ উইল কারীর মৃত্যুর পর উইল কার্যকারী হয়৷
২।প্রশ্নঃ হেবা ওয়াকফ কোন আইনে প্রযোজ্য?
উত্তরঃ হেবা ওয়াকফ মুসলিম আইনে প্রযোজ্য।
৩। প্রশ্নঃ একজন মুসলমান ব্যাক্তি সর্ব্বোচ্চ কতটুকু সম্পত্তি উইল করতে পারে।
উত্তরঃ একজন মুসলমান ব্যাক্তি সর্ব্বোচ্চ ১/৩ অংশ সম্পত্তি উইল করতে পারে।
৪। প্রশ্নঃ বিবাহ মুসলিম আইনে কি?
উত্তর বিবাহ মুসলিম আইনে হেওয়ানী চুক্তি।
৫।প্রশ্নঃ খাস জমির মালিক কে?
উত্তরঃ খাস জমির মালিক সরকার।
৬।প্রশ্নঃ একজন মুসলমান স্ত্রীর স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির কত টুকু ভাগ পাবে?
উত্তরঃএকজন মুসলমান স্ত্রীর স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির ১/৮ ভাগ পাবে।
৭।প্রশ্নঃ অবৈধ সন্তান কার সম্পত্তির ভাগ পায়?
উত্তরঃ অবৈধ সন্তান মার সম্পত্তির ভাগ পায়।
৮। প্রশ্নঃ মোতাওয়ালীর পারিশ্রমিক সম্পত্তির আয়ের কত অংশ?
উত্তরঃমোতাওয়ালীর পারিশ্রমিক সম্পত্তির আয়ের দশ ভাগের এক অংশ।