রেজিস্ট্রি আইন এর ভাষ্য (টুকিটাকি)
১। মেৌখিক বিক্রয়
একশত টাকার বেশী মূলোর স্হাবর সম্পওি মেৌখিক ভাবে বিক্রয় করা হইলে তাহা কোন স্বত্ব হস্তান্তর করেনা।
এইরুপ বিক্রয় আবশ্যই রেজিস্ট্রি দলিলের মাধ্যমে করিতে হইবে।
২।রেজিস্ট্রিকৃত বিক্রয় দলিলের বাতিল
কোন সম্পওি বিক্রয় রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে করা হইলে উহা বাতিল করিতে হইলে অপর একটি
রেজিস্ট্রিকৃত হস্তান্তর দলিলের প্রয়োজন হয়।
কোন বিক্রয় দলিল অরেজিস্ট্রিকৃত প্রত্যায়ন পএের মাধ্যমে বাতিল করা যায় না।
৩। অংশীদারী সম্পওি সম্পর্কে চুক্তি
যে চুক্তির মাধ্যমে কোন অংশীদার তাহার কারবারের স্হাবর সম্পওিগত স্বাথের স্বত্ব অপর অংশীদারের
অনুকূলে নিয়োগ করিবার চুক্তি করেন তাহা রেজিস্ট্রেন আইনের ১৭ ধারার অধীনে রেজিস্ট্রি করা আবশ্যক।
৪। বিনিময়
একশত টাকার অধিক মূলোর স্হাবর সম্পওিতে যে বিনিময় দলিল করা হয় তাহা অবশ্যই রেজিস্ট্রি করিতে হয়।