অগ্রক্রয়ের জন্য কারা মামলা করতে পারেন
১। সংশ্লিষ্ট জোতের কোন শরিক বা সহ-শরিক
২। সংশ্লিষ্ট ভুমির মালিক বা মালিকগণ
৩। উত্তারাধিকার সূত্রের সহ-শরিকগণ
৪। খরিদ সূত্রের সহ-শরিকগণ
৫। সংলগ্ন ভূমির মালিকগণ
অগ্রক্রয় প্রার্থীর অগ্রগণ্যতা নির্ণয়
অগ্রক্রয় প্রার্থী একাধিক হলে সে ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনার ভিত্তিতে পর্যায় ক্রমে অগ্রাধিকার দেওয়া হবে ।
১। প্রার্থীর দখলভুক্ত মোট জমির পরিমাণ
২। সংলগ্ন মালিকের প্রয়োজনীয়তা
৩। সংলগ্ন জমিতে প্রার্থীর কোন ইজমেন্ট অধিকার আছে কিনা
৪। সংলগ্ন ভূমিতে কোনো প্রার্থীর বসত বাড়ী আছে কিনা
Please follow and like us: