M/s. বালুরপাড় হোল্ডিংস (ব্লগ)

জমি সংক্রান্ত আইন ও সমস্যর সমাধান এখানেই

অগ্রক্রয়ের জন্য কারা মামলা করতে পারেন

অগ্রক্রয়ের জন্য কারা মামলা করতে পারেন

১।  সংশ্লিষ্ট জোতের কোন শরিক বা সহ-শরিক

২।  সংশ্লিষ্ট ভুমির মালিক বা মালিকগণ

৩।  উত্তারাধিকার সূত্রের সহ-শরিকগণ

৪।   খরিদ সূত্রের সহ-শরিকগণ

৫।   সংলগ্ন ভূমির মালিকগণ

অগ্রক্রয় প্রার্থীর অগ্রগণ্যতা নির্ণয়

  অগ্রক্রয় প্রার্থী একাধিক হলে সে ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনার ভিত্তিতে পর্যায় ক্রমে অগ্রাধিকার দেওয়া হবে ।


১।   প্রার্থীর দখলভুক্ত মোট জমির পরিমাণ

২।  সংলগ্ন মালিকের প্রয়োজনীয়তা

৩।   সংলগ্ন জমিতে প্রার্থীর কোন ইজমেন্ট অধিকার আছে কিনা

৪।   সংলগ্ন ভূমিতে কোনো প্রার্থীর বসত বাড়ী আছে কিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *